গণহত্যকারী হাসিনার কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল

190354_bangladesh_pratidin_bnp-f.webp
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনা গণহত্যা করেছে। এখানে কোনো ক্ষমা নেই, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না।
আজ জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানে তিনি তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ৩১ দফাতে জোর দিচ্ছি।

জনগণের সমার্থন না থাকলে জোর করে কোনো সংস্কার সাস্টেনেবল হয় না। ভয়াবহ জঞ্জাল দূর করে নির্বাচন দেওয়াই আন্তরবর্তকালীন সবকারের একমাত্র দায়িত্ব।
মির্জা ফখরুল বলেন, আমরা যাতে কোনো ডামাডোলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা গণহত্যার কথা ভুলে না যায়। এই গণহত্যার দায়ে পালাতক ফ্যাসিস্ট হাসিনার কোনো ক্ষমা হবে না।
অনুষ্ঠানটি জাতীয় সমাজতান্ত্রীক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্ব বিভিন্ন দলের নেতারা  ছিলেন।

Leave a Reply

scroll to top