গণযোগাযোগ অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক আকতার হোসেনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

New-Project-2025-01-01T032334.254.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গণযোগাযোগ অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক ও বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, আকতার হোসেন ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে সিভিল সার্ভিসে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, আকতার হোসেন বুধবার (১লা জানুয়ারি ২০২৫) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ৩১শে ডিসেম্বর গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।

Leave a Reply

scroll to top