গণজাগরণ মঞ্চের লাকী আক্তারকে গ্রেপ্তার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

লাকী আক্তারকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে গ্রেপ্তার দাবি জানিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। তারা লাকী আক্তারকে গ্রেপ্তার এর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

বুধবার (১২ মার্চ) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, “গত ১৫ বছরে মোল্লাদের এমনভাবে প্রান্তিক করা হয়েছে যে, যখন তারা কোনো কিছুর জন্য দাঁড়ায়, তখন তাদের মব বলে চিৎকার করা হয়। কিন্তু আমরা কখনও পুলিশের গায়ে হাত দেইনি।”

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি: 

  • ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তি এবং মিথ্যা মামলাকারীদের বিচার করতে হবে।
  • পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
  • লাকী আক্তারকে গ্রেপ্তার করে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।
  • জাতিসংঘের মাধ্যমে শাপলা চত্বর গণহত্যা ও অন্যান্য ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।
  • জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শাহবাগে নতুন উত্তেজনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী আরও বলেন, “কোনো উসকানি ছাড়াই একজন শাহবাগী পুলিশের ওপর লাঠি ছুড়েছে এবং কমিশনার মামুনকে মারধর করেছে। অথচ গতকাল পুলিশের হাতে লাঠিও ছিল না।”

ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, “ধর্ষণের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, সরকারও পদক্ষেপ নিয়েছে, কিন্তু যারা শাহবাগে বিচার না চেয়ে ফাঁসির দাবি তুলেছিল, তারা আবার সক্রিয় হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “লাকী আক্তারদের নাটাই ভারতের হাতে, কিন্তু আমরা থাকতে তাদের উদ্দেশ্য সফল হতে দেব না।”

শাহবাগে এ কর্মসূচিতে ঢাবির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।

Leave a Reply

scroll to top