খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ৭ নম্বর ভবন

New-Project-2025-01-05T014202.844.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। নয়তলা ভবনের পুড়ে যাওয়া চারটি ফ্লোর বাদে বাকি পাঁচটি ফ্লোরে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন।

রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ে পুড়ে যাওয়া চারটি তলা (৬ থেকে ৯ তলা) ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রোববার থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।

এদিকে রোববার দুপুরে ৭ নম্বর ভবন পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। এ সময়ের মধ্যে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন তারা ১০-১২ দিনের মধ্যে করে দিতে পারবেন। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।

Leave a Reply

scroll to top