খুলনায় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার মাহফিল

New-Project-2-10.jpg

খুলনায় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার মাহফিল

২৪ ঘণ্টা বাংলাদেশ খুলনা প্রতিনিধি

খুলনায় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত সহযোদ্ধা, অভ্যুত্থানের নেতৃবৃন্দ ও অংশীদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর সদস্য সচিব জাহিদ আহসান,মুখপাত্র,আশরেফা খাতুন,মুখ্য সংগঠক,তাহমিদ আল মুদাসসীর চৌধুরী খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর সদস্য সচিব—জাহিদ আহসান।তিনি তার বক্তব্যে বলেন,”আমরাফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে,ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে আমাদের শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।আমরা আর কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান এ দেশে আর দেখতে চাইনা। আমরা সবাই একতাবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। তিনি তার বক্তব্যে আরো বলেন,আমরা ৫ আগস্ট পরবর্তী দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী কায়দায় চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে একটি মহল।আমরা আর কোন ছাত্রলীগ,যুবলীগের ভূমিকায় কাউকে দেখতে চাইনা”।

এ ইফতার মাহফিলে খুলনার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক ( ছাত্রদল,শিবির,ইসলামী ছাত্র আন্দোলন) দলের নেতৃবৃন্দ অংশ নেন। সব শেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

Leave a Reply

scroll to top