খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৪,০১০ জন পরীক্ষার্থী।
এছাড়া বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪,৮৫৪ জন এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১,৪৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষার্থীরা কেউ মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, বই ইত্যাদি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভর্তি পরীক্ষা চলাকালীন গল্লামারী পুলিশ বক্সের মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন, তাঁদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক মেটাল ডিটেক্টর রাখা হবে এবং ক্যাম্পাস ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং সাদা পোশাকধারী নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে।
ভর্তি পরীক্ষার সময় কোনো সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও প্রয়োজন হলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগে আগেই যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।