খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি শুরু, কঠিন নিরাপত্তা

New-Project-2-2.jpg
নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাজনিত লন্ডন সফরকে সামনে রেখে ইতোমধ্যে গুলশান এলাকায় বিএনপির নেতাকর্মীদের বিপুল উপস্থিতি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজাকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরেজমিনে নেতাকর্মীদের ভিড় সামলাতে কোনও উদ্যোগও দেখা যায়নি।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিএনপি নেত্রীর গুলশান বাসভবন ফিরোজার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে তার বাসভবনের সামনে হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যম ও সংবাদকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে ভিড় বাড়ছে। ফিরোজা বাসভবনের সামনে সবাইকে যেতেও দেয়াও হচ্ছে না।

রাত আটটায় গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন খালেদা জিয়া। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখানের সবশেষ আনুষ্ঠানিকতা শেষ রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

Leave a Reply

scroll to top