খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, কার্যকর ৫ নভেম্বর থেকে

New-Project-1-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অস্থিতিশীল পরিস্থিতির কারণে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় প্রত্যাহার করা হচ্ছে নিষেধাজ্ঞা। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

scroll to top