আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থীরা। পথে শিক্ষা ভবনের সামনে চড়াও হয় পুলিশ।
এ সময় আহত হন– ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন সুব্রত (৫৪), নেবুলা (২৫), ঢাবির শিক্ষার্থী ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩),পঙ্কজ নাথ (৩০) ও বাবুল (৩৫)।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে চেষ্টা করে।
উল্লেখ্য, এই বিক্ষোভের পূর্বে গতকাল মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছিলেন। পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দটি সম্বলিত একটি গ্রাফিতির চিত্র বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসীরা এবং তাদের সমর্থকরা একটি পূর্বঘোষিত কার্যক্রম পালন করছিলেন, যেখানে ‘স্টুডেন্টস ফর সভারেনিটি’ নামক গ্রুপের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।