দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এরই মাঝে সন্তানের মা হয়েছেন। বলছি কণ্ঠশিল্পী সিঁথি সাহা কথা। তাহসান খান এর সথে এবার নতুন গান ‘একা ঘর আমার’ নিয়ে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী।
সিতি সাহা বলেন তাহসান ভাইয়ের লেখা ও সুরে ‘একা ঘর আমার’ তার সঙ্গে আমি গানটি গেয়েছি। আমার অনেক ভালো লাগছে। কারণ, অনেকদিন পর আমার একটি মৌলিক গান আসলো। তাও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। এটা আমার জন্য অবশ্যই আনন্দের।
নতুন গান ও ক্যান্সার জয়ের গল্পসহ বেশকিছু বিষয়ে তিনি কথা বলেছেন ।এর আগে তাহসান ভাইয়ের সঙ্গে আমার একটা গান হয়েছে। তবে মৌলিক গান হয়নি। মৌলিক গান হিসেবে তার সঙ্গে এটাই আমার প্রথম গান। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে যাওয়ার আগে অনেক কিছুই মনে হয়। অনেক সাপোর্ট দরকার হয়।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অনেকটা ঝুঁকি নিয়েই সন্তান জন্ম দিয়েছি এটা আমার জন্য ভীষণ ঝুঁকি ছিল, আমি মেনে নিয়েই সেটা সাদরে গ্রহণ করেছি। সেই সঙ্গে সৃষ্টিকর্তা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন।