কোহলিকে ‘জোকার’ বলল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম, অবাক হননি শাস্ত্রী

New-Project-30-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ছন্দে নেই বিরাট কোহলি। চলতি সিরিজে একটি শতক থাকলেও আর কোনো বলার মতো ইনিংস খেলেননি ভারতের এই সাবেক অধিনায়ক। এদিকে মেলবোর্ন টেস্টে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। এবার কোহলিকে জোকার বানাল অস্ট্রেলিয়ান গণমাধ্যম। মেলবার্ন টেস্টের প্রথম দিনে ঘটনাকে ঘিরে কোহলিকে ‘ক্লাউন কোহলি’ হিসেবে সম্বোধন করেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যম।

ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রংয়ের বল আঁকা সেই প্রতিবেদনের শিরোনামের নিচে ছোট করে লিখেছে, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ভারতের এক নারী কাঁকড়া ভীষণ সমালোচিত।’ সামাজিক মাধ্যমে এই ছবি রীতিমতো ভাইরাল।

তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এমন শিরোনাম থেকে মোটেও অবাক হন ভারতের সাবেক কোচ এবং ধারাভাষ্যকর রবি শাস্ত্রী। স্টারি স্পোটর্সে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, আমি অনেকবার, অনেকবার অস্ট্রেলিয়া গিয়েছি। গোটা দেশটাই এই দলের পেছনে থাকে, শুধু দর্শক না, গণমাধ্যমও। তবে আমি অবাক হইনি, কারণ হতাশা দেখেছি। অস্ট্রেলিয়া যদি এই সিরিজে ৩-০ বা ২-০ ব্যবধানে এগিয়ে থাকতো তাহলে খবরের শিরোনামগুলো অন্যরকম হতো।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার কনস্টাসের কাঁধে ধাক্কা মারায় আইসিসি থেকে শাস্তি পেছেয়েন কোহলি। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় ভারতীয় এই তারকা ক্রিকেটারকে।

Leave a Reply

scroll to top