কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

New-Project-30.jpg

কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

২৪ ঘণ্টা বাংলাদেশ

বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে ও ছাত্র- নাগরিক গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সুচিকিৎসা,পুর্নবাসনের দাবিতে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ।

সোমবার (৩ মার্চ) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এ কোটা বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দুই সহস্র শহীদের ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরশাসকের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে সাধারণ জনগণ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখেছে ছাত্র-জনতা। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার ছাত্র-জনতার সেই আকাঙ্ক্ষা সঠিকভাবে পূরণ করতে ব্যার্থ হচ্ছে।

সম্মেলনে আরও বলা হয়, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ সেই ধরণের কোটা ব্যবস্থা আবারও চালু করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ সন্ধান করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভুলণ্ঠিত করে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করেন সংগঠনটির সভাপতি বেন ইয়ামিন মোল্লা। দাবি গুলো হল-

  • ১. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা অনতিবিলম্বে বাতিল করতে হবে।
  • ২. ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
  • ৩. শহীদ পরিবারকে ০১ (এক) কোটি টাকা এবং আহত পরিবারকে পুনর্বাসনের জন্য ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা এককালীন প্রদান করতে হবে।

উক্ত সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্য সচিব রাকিবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন, সহ-সভাপতি আংশিক শিশির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল খান দুর্জয়, সাংগঠনিক সম্পাদক আর জেড মায়া, জিহাদুল ইসলাম ইউসুফ, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সাগর, সাংস্কৃতিক সম্পাদক নিলয় হোসের রবিন প্রমুখ।

Leave a Reply

scroll to top