কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ‘ডাকাত’, ঘিরে রেখেছে পুলিশ

New-Project-4-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে, এমন খবরে ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে সাধারণ জনতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা।  ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে।

Leave a Reply

scroll to top