কেমন হতে হবে নুসরাত ফারিয়ার জীবনসঙ্গী ?

NUSRAT-FARIA.png
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

তারকাদের বিয়ে আর প্রেম নিয়ে নানান গুঞ্জন চলতে থাকে। নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও তেমনি। প্রায়ই এই নায়িকার প্রেম এবং বিয়ের খবর শোনা যায়। বিয়ে নিয়ে স্পষ্ট জানালেন নুসরাত ফারিয়া।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তা জানালেন তিনি।অভিনেত্রীর কথায়,‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’নিজের ফেসবুক ভেরিফাইড পেজে রোববার (২২ ডিসেম্বর) সকালে বিয়ের বিষয়ে একটি পোস্ট করেন।

এখন কাজ নিয়ে ততটা আলোচনায় নেই নুসরাত ফারিয়া তবে তার সামাজিক মাধ্যমে দেখা যায় দেশ বিদেশে ঘোরার ছবি।নুসরাত ফারিয়া জানালেন কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

নুসরাত ফারিয়ায় ক্যারিয়ারের শুরু উপস্থাপনা দিয়ে। যদিও ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর একাধিক সিনেমায় দেখা মিলেছে এই তারকাকে। বর্তমান নিজের কাজ নিয়েই ব্যস্ত তিনি। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি।অভিনেত্রী জানান, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’

 

 

 

 

Leave a Reply

scroll to top