কেমন আছেন সইফ, কতটা গুরুতর আঘাত, কী বলছে হাসপাতাল?

New-Project-29-2.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ৬টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’আমরা সংবাদমাধ্যম এবং তাঁর ভক্তদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশ এই হামলার তদন্ত করছে। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে আপডেট দেওয়া হবে।’

চিকিৎসকেরা বলছেন, অভিনেতা আপাতত বিপদ মুক্ত, কিন্তু আঘাত গুরুতর। তাই সেই দিকটা ক্রমাগত খেয়াল রাখছে মেডিক্যাল টিম। এই মুহুর্তে সইফের ছেলে ইব্রাহিম আলি খান চিকিৎসকদের সাথে সম্পূর্ণ বিষয়টি খোঁজখবর রাখছেন। মেডিক্যাল টিমে রয়েছেন একজন নিউরো সার্জেন। এই ক্ষত গুলি ভবিষ্যতে কোনও বড় আঘাত সৃষ্টি করবে কিনা, তাই খতিয়ে দেখছেন তিনি। এছাড়াও রয়েছেন অন্যান্য চিকিৎসকেরা। অন্যদিকে, মুম্বাই পুলিশ বান্দ্রায় সইফ আলি খানের বাড়িতে পৌঁছেছে এবং এই বিষয়ে বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই ৭টি টিম গঠন হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে। ফরেন্সিক টিমও পৌঁছেছে এলাকায়। তারাও ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”

Leave a Reply

scroll to top