কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন, হিট স্ট্রোকে হাসপাতালে বাগছাস নেতা

New-Project-39-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে এবং সেখানে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকায় প্রতীকী অনশন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে শুরু হয়ে বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত টানা ২০ ঘণ্টা ধরে চলে এই অনশন।

প্রচণ্ড গরমের মধ্যেই টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বুধবার দুপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, “কুয়েট ভিসির পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কুয়েটের শিক্ষার্থীদের প্রতি আমাদের একাত্মতা রয়েছে।”

তিনি আরও জানান, কুয়েট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ছাত্রসংসদের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে সেখানে পৌঁছেছে।

ঢাবির আন্দোলনকারী শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “কুয়েট ভিসির পদত্যাগের আগপর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। প্রশাসন যদি আমাদের দাবি না মানে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এই প্রতীকী অনশনে অংশ নিয়েছেন ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা ও সায়লা আক্তার।

আন্দোলনকারীরা জানান, কুয়েট প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাবিতে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

এদিকে, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে সেখানে শিক্ষা উপদেষ্টা পৌঁছেছেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

scroll to top