কুয়েট ভিসির পদত্যাগ দাবি ও কুয়েট শিক্ষার্থীদের অনশনের প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ কর্মসূচি হয়।
এসময় শিক্ষার্থীরা ‘এক দফা, এক দাবি—ভিসির পদত্যাগ’ আমার ভাই অনশনে, ইন্টারিম কি করে” ইত্যাদি নানা শ্লোগান দেন।
জবির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, “৪২ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে থাকা কুয়েট শিক্ষার্থীদের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। আন্দোলনকারীদের অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তবু প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া নেই।”
তিনি আরও বলেন, “কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের পর শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। বিচার না হয়ে উল্টো শিক্ষার্থীদের বহিষ্কার ও মামলার মুখোমুখি করা হয়। এ থেকে স্পষ্ট হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা রয়েছে।’
উল্লেখ্য, ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কুয়েট প্রশাসন সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে ২ মে থেকে আবাসিক হল খুলে দেওয়ার এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন।