কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই

New-Project-72-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট করে ৩টি স্টেশনের মোট ৬টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

তিনি বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। তবে এখনও কোনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

scroll to top