গাজীপুরের শ্রীপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল।
জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলা জুড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে বেশ কিছু যুবক মাদক বিক্রি এবং সরবরাহের কাজ করত। তিনি বিভিন্ন ধরনের মাদক নিয়ে এলাকায় মাদক পাচার করে আসছিলেন এবং অল্প সময়ে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন বলে অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীর আলমের বাড়ি শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিম পাড়া এলাকার মুন্সী বাড়ীর মৃত হোসেন আলী মুন্সির সন্তান। সে সব ধরনের মাদক ব্যবসায় জড়িত ছিল এবং তার ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছে। তার গ্রেপ্তারের মাধ্যমে শ্রীপুর এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও তীব্র হবে বলে জানিয়েছে পুলিশ।
এখন পর্যন্ত তার বিরুদ্ধে মাদক ব্যবসা, পাচার, এবং এলাকার যুবকদের মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক মাদক মামলার আসামি জাহাঙ্গীর।পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরবর্তী তদন্তের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।