কি আছে শাবিপ্রবির লোগো তে?

New-Project-7-1.jpg

কি আছে শাবিপ্রবির লোগো তে?

২৪ ঘণ্টা বাংলাদেশ শাবিপ্রবি প্রতিনিধি

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব লগো বা প্রতীক যা দ্বারা ঐ শিক্ষাপ্রতিষ্ঠান কে রিপ্রেজেন্ট করা হয়। আর সেই প্রতীক বা লগোর রয়েছে আলাদা ব্যাখা বিশ্লেষণ। প্রতীকের কোন অংশ দিয়ে কি বুঝানো হয়েছে তা ঐ প্রতিষ্ঠান বিশ্লেষণ করে থাকে।

আজকে আপনাদের কাছে দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লগো বা প্রতীকের বিশ্লেষণ তুলে ধরবো। এই লগো তো হযরত শাহজালাল রহঃ এর সর্বোত্তম শ্রদ্ধার বহিঃপ্রকাশ রয়েছে। ইসলাম প্রচারে হযরত শাহজালাল রহঃ কর্তৃক গৃহীত শক্তিশালী পদক্ষেপের প্রতীক লগোর অলংকরণে ” ইসলামি খিলান ও মিনার ” ব্যবহৃত হয়েছে। নিচের পাত্রটি ‘কিস্তি’ কে ( এক ধরনের জলযান) বুঝানো হয়েছে। জনশ্রুতি রয়েছে তিনি তার জায়নামাজ কিস্তি হিসেবে ব্যবহার করে নদী ও স্রোত পার হতেন।

লোগোর মাঝখানে খোলা বইটি কে ” জ্ঞান ও অলৌকিকতার ” প্রতীক হিসেবে বুঝানো হয়েছে। আর প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেয়ার জন্য একটি পরমাণু এবং একজোড়া কম্পাসের গঠন খোদাই করা হয়েছে।

এছাড়া ছবিতে থাকা দুটি কুড়ি এবং একটি পাতা সিলেট অন্ঞ্চলের প্রতিনিধিত্ব করেছে যা চা বাগানের জন্য বিখ্যাত।

Leave a Reply

scroll to top