কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের “কৃষ্ণচূড়া প্রাঙ্গণে” বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

New-Project-16-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ জুবাইদ সাদিক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে নানা প্রতিপাদ্যে পালিত হয়েছে বাঙালির নানা ঐতিহ্য নিয়ে পহেলা বৈশাখের সকাল। সোমবার (১৪ এপ্রিল) সকালে গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কলেজের কৃষ্ণচূড়া প্রাঙ্গনে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে রং-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয়েছিলো কলেজ প্রাঙ্গণ।

সবুজ-শ্যামলিমাময় সুবিশাল ক্যাম্পাস হয়ে উঠেছিলো নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। মনমাতানো গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলো সবাই। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান।

প্রধান অতিথি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আয়োজনে বাঙালির পান্তা ভাত,ইলিশ,বিভিন্ন রকমের ভর্তা, অনেক রকম ফুলের বহার, ফলমূল,নতুন চালের পুলিপিঠা সহ আরো বিভিন্ন খাবর। এছাড়াও বাঁশ,বেত ও গৃহস্থালি পণ্যসামগ্রী,হাতপাখা,বাঁশি,ঘুড়ি,লাঠিমসহ আরো অনেক কিছুই।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান ২৪ ঘন্টা বাংলাদেশ কে জানান পহেলা বৈশাখ কে আরোও মনমুগ্ধকর করে তোলার জন্য কলেজ অডিটোরিয়ামে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত হয়েছে বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখের নানা ইতিকথা ও বাউল গান।

সর্বোপরি দেশমাতৃকার কল্যাণে জাতি-বর্ণ নির্বিশেষে যুগে যুগে বিরাজমান থাকুক পহেলা বৈশাখ। দেশে বিদেশে ছড়িয়ে যাক বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ।

 

Leave a Reply

scroll to top