কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ করলেন আইনজীবীর

New-Project-20-6.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী জায়গায় রাখা হয়েছে’ বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।তিনি বলেছেন, কারাগারে যেখানে পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত ‘আলো বাতাস নেই’ এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে পানিও পড়ে।

সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়।এর আগে পলকের সঙ্গে কথা বলেন তার আইনজীবী তরিকুল ইসলাম। এ সময় কারাগারে তার কি ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তিনি আইনজীবীকে জানিয়েছেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল ইসলাম।তিনি বলেন, সকালে প্রিজন করে তাকে (পলক) আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন।কারাগারে ‘অস্বাস্থ্যকর পরিবেশে পলককে রাখা হয়েছে’ জানিয়ে তরিকুল ইসলাম বলেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই। বৃষ্টিতে রুম ভিজে যায় থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক।এর আগে শুনানির জন্য সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে।ওই সময় সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞাসা করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন। তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে।

Leave a Reply

scroll to top