কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

New-Project-2-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা। কারখানা বন্ধের প্রতিবাদে শনিবার (২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে ট্রাফিক পুলিশে কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ।

শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে এসে তারা কারখানা বন্ধ দেখতে পান। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়বেন আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গত বৃহস্পতিবারও শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ কারখানা বন্ধ করে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে চলে যান।’

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঈদ সামনে, কিন্তু এখনো তারা ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা পাননি। অবিলম্বে কারখানা খুলে দিয়ে তাদের পাওনা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে জায়েন্ট নীট পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এর আগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের তিনজন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনী ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ৮-১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য,দেশের বৃহত্তর পোশাক শিল্প এলাকা রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর। অসংখ্য শিল্প কারখানা ভরপুর থাকায় গাজীপুরকে সারা দেশের মানুষ শিল্প নগরী হিসেবেই চিনেন। তবে শিল্প নগরী হিসেবে পরিচিত পেলেও গাজীপুর শিল্পাঞ্চলের হাজার-হাজার পোশাক শ্রমিকদের জীবনমানউন্নয়নে যথেষ্ট ঘাটতি রয়েছে।বিশেষ করে গত কয়েক বছরের মধ্যে দেশের বাজারে দ্রব্য মূল্যেরউর্ধগতির চাপে পড়ে এ শিল্পাঞ্চলের শ্রমিকরা সংসারের ব্যয় বহনে হাঁপিয়ে উঠেছেন।

Leave a Reply

scroll to top