২৩ দিন পর খুলেছে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই কাজে যোগদান করেছেন পোশাক শ্রমিকরা।
এর আগে নির্ধারিত সময়ের তিন দিন আগেই অর্থাৎ গত বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক ও ১২০ জন স্টাফের এক মাসের বকেয়া পরিশোধ করেছেন কারখানা কর্তৃপক্ষ।