কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান, পরিস্থিতি স্বাভাবিক

New-Project-67.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সম্প্রতি তাবলিগের জুবায়েরপন্থিরা তাবলিগ জামাতের বাংলাদেশের প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদ দখলে রাখার ঘোষণা দেওয়ার পরই সেখানে অবস্থান নিয়েছেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টার পর সাদপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করেন।

এর আগে তাবলিগের জুবায়েরপন্থিরা মসজিদটি দখলে রাখার ঘোষণা দেওয়ার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শুক্রবার সকাল থেকেই দলে দলে মসজিদে প্রবেশ করছিলেন সাদপন্থীরা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।

তবে শেষপর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী দুই সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ সাদপন্থীদের কাছে ছেড়ে দেয় জুবায়েরপন্থিরা।

Leave a Reply

scroll to top