কমলো স্বর্ণের দাম

New-Project-22-8.jpg
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব বাজারে সোনার দাম কমায় দেশেও ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ দাম হ্রাস পাচ্ছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। সারা দেশে ৩০ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৫০ টাকা কমে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

সোমবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ থেকেই এই দর কার্যকর হবে।

Leave a Reply

scroll to top