ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুস্তাফিজকে নিয়ে শঙ্কা

New-Project-19-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানে বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর সিরিজের শেষের দিনেই ওয়েস্টে ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তবে সেই সফরে মুস্তাফিজুর রহমানের থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম টি-স্পোর্টস জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ছুটি চেয়েছেন মুস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটির কথা জানিয়েছেন বিসিবিকে।

আফগানিস্তান সিরিজ শেষেই নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের মাধ্যমে সিরিজ শেষ হবে ৪ ডিসেম্বর।।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

Leave a Reply

scroll to top