ওমরাহ পালন শেষে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

New-Project-71-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

পবিত্র ওমরাহ পালনের পর উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে পবিত্র হজ পালনের পর লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

এরই অংশ হিসেবে বুধবার দুপুরে ফিঙ্গারপ্রিন্ট দিতে গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন যুক্তরাজ্যের ভিসা ইতোমধ্যে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে যুক্তরাষ্ট্রের ভিসার কাজ এখনও শেষ হয়নি।

Leave a Reply

scroll to top