এবার সত্যিই বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার?

ankush-aindrila-1-20241230174243-1.jpg
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।’
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসেন ঐন্দ্রিলা। অঙ্কুশ নায়ক হিসেবেই শুরু করেন অভিনয়জীবন। দীর্ঘদিন সম্পর্কে থেকেও অনেক পরে একসঙ্গে কাজ করেছিলেন ‘ম্যাজিক’ ছবিতে। একসময় সিরিয়ালের পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। সেই সময় তিনি ছিলেন বাবলি অভিনেত্রী। ওজন কমিয়ে নতুন অবতারে বড় পর্দায় কাজ শুরু করেন ঐন্দ্রিলা।টলিউডের অন্যতম সফল জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বহুদিনের ।

তারকা যুগলের সেই ভিডিও থেকেই প্রথমে খবরটি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ঐন্দ্রিলা লিখেছেন, তাঁরা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের প্রাথমিক পর্ব কেনাকাটাও শুরু হয়ে গেছে। বড়দিন আর নতুন বছরের উৎসবের আবহে বিয়ের ঘোষণা অঙ্কুশ-ঐন্দ্রিলার। ভিডিওতে দেখা গেছে, শপিং করতে গেছেন এই জুটি।
এদিকে বিয়ের শপিং শুরুর ভিডিও দিলেও, শুভ দিন কবে তা নিয়ে কোনো আভাসই দেননি দুজনে। তবে বলতে শোনা গেল, ‘আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?’টলিউডের অন্যতম সফল জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বহুদিনের।

Leave a Reply

scroll to top