দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে দেশটির বিরোধীদলীয় এমপিরা। হান ডাক-সু বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিরোধী দল বলেছে, তারা সাংবিধানিক আদালতের গঠন নিয়ে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু-র বিরুদ্ধে একটি অভিশংসন প্রস্তাব পেশ করেছে, যা তার পূর্বসূরীকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নাটকীয় ঘোষণার কারণে ১৪ই ডিসেম্বর পার্লামেন্ট ইয়ুনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তবে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইনপ্রণেতাদের সিদ্ধান্ত বহল রাখার জন্য সাংবিধানিক আদালতের রায় প্রয়োজন। তবে আদালতে এখন তিনজন বিচারকের ঘাটতি রয়েছে। যদি এটি তার ৬ সদস্যকে বেঞ্চে নিয়ে এগিয়ে যেতে পারে, তবে একটি ভিন্নমত ভোট ইউনকে পুনর্বহাল করবে।
রয়টার্স জানায়, বিরোধীরা চায় হান ৯ সদস্যের বেঞ্চ পূরণের জন্য আরো তিনজন মনোনীত প্রার্থীকে অনুমোদন করুক। হান এখন পর্যন্ত তা করতে অস্বীকার করেছেন, যা মূলত উভয়পক্ষকে অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি তাই বলছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও অভিশংসন করা উচিত।
প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে পুরো দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। আদালতের রায়ের ওপর তার স্থায়ী অপসারণ বা পুনর্বহাল নির্ধারণ করছে। এখন হানকেও অভিশংসনের মুখোমুখি করা হলে দেশটিতে রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত হবে।