এনসিটিবির সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামে মামলা

New-Project-16-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী বিক্ষোভকারীদের ওপর বুধবারের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির সদ্য বহিষ্কৃত এক সদস্যসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।

শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জগদীশ চাকমা বৃহস্পতিবার মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মেজবাহ উদ্দিন জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে মামলার ১ ও ২ নম্বর আসামি আরিফ আল খবির এবং মো. আব্বাসকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হয়। কিন্তু মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারে একটি দল তাদের ওপর হামলা করে।

এতে পাহাড়ি ছাত্র পরিষদের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল থিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান ও ফুটন্ত চাকমার নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা এবং জুয়েল থিওটনিয়াস বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকেমতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে
অন্যদিকে অনন্ত বিকাশ ধামাই এবং ফুটন্ত চাকমার মাথায় ছয়টি করে সেলাই লেগেছে। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন।

Leave a Reply

scroll to top