এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, পথচারীসহ নিহত ৫

New-Project-35-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছে।

Leave a Reply

scroll to top