বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই তারকা।৬ জানুয়ারি সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ‘একা ঘর আমার’ গানটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা।
‘একা ঘর আমার’ শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। ‘গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
অনুষ্ঠানে সংগীতশিল্পী সিঁথি সাহা বলেন, তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস তত দিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান।’
বিয়ের খবরে তুমুল আলোচনার মধ্যে প্রকাশ্যে আসছেন তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।
গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। দিনভর সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এক দিনের ব্যবধানে রোববারই তাহসানকে নিয়ে আলোচনার শেষ নেই।