শেষ মেশ অভিজ্ঞদের উপরই ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরোনো চালেই ভরসা রেখেছে ভারত। যশপ্রীত বুমরার থাকা না থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে বুমরাকে। চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ–অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। এখনো ওয়ানডে খেলেননি, দলে এমন খেলোয়াড় একজনই—যশস্বী জয়সোয়াল। জায়গা হারিয়েছেন মোহাম্মদ সিরাজ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলে চোটে পড়েছিলেন পেসার মোহাম্মদ শামি। গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় ১ বছর। এরপর ঘরোয়া ক্রিকেটে আবার চোট পান তিনি। সব মিলিয়ে প্রায় ১৪ মাস পর দলে ফিরলেন শামি। আছেন হার্দিক পান্ডিয়াও। পেসারদের মধ্যে মোহাম্মদ শামি ছাড়াও দলে আছেন আর্শদীপ সিং এবং বুমরা। তবে বুমরার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। বুমরাহর অনিশ্চয়তার কারণে এই সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে হার্শিত রানাকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ ও শেষটি ১২ ফেব্রুয়ারি।
ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশভ পান্ত, রভীন্দ্র জাদেজা।