একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

6ff029c9ac2c4f3076c6d849d8f27d30.jpg
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৯জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৫ জন, বাকি ২ হাজার ৩৩৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

Leave a Reply

scroll to top