এইচএসসি ফলাফল: শূন্য পাসের কলেজ এবার ৬৫টি

HSC-Result-শূণ্য-পাস.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হাস ৭৭.৭৮  শতাংশ। গত বছর যা ছিল ৭৮.৬৪। গেল বছরের তুলনায় এবার পাসের হার কমেছে এক শতাংশেরও কম। তবে পাসের হার চোখে পড়ার মতো না কমলেও বেড়েছে শূণ্য পাস কলেজের সংখ্যা।

মঙ্গলবার প্রকাশিত এইচএসসির ফল অনুযায়ী দেশের ১১টি শিক্ষা বোর্ডে শূণ্য পাস কলেজের সংখ্যা  ৬৫টি। গত বছর যা ছিল ৪২টি। সেই হিসেবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা বেড়েছে ২৩টি।

Leave a Reply

scroll to top