উত্তাল পাকিস্তান: নিহত ৬, সেনা মোতায়েন

New-Project-42-6.jpg
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৫ নভেম্বর) রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

এদিকে পিটিআই নেতা-কর্মীদের ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। কার্গো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়েছে ডি–চকের প্রবেশপথ। উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হলেও পিটিআই সমর্থকদের বিক্ষোভ সমাবেশকে দমানো যায়নি। এড়ানো যায়নি সহিংসতা। ইসলামাবাদমুখী জনস্রোতে এক পর্যায়ে সহিংস রূপধারণ করে। পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেনা বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনে বিশৃঙ্খলা ঠেকাতে কারফিউ জারি করার ক্ষমতাও দিয়েছে সেনাকে। এছাড়া নিরাপত্তা বাহিনীকে ইমরানের সমর্থকদের দেখা মাত্রই গুলি করার অনুমতি দেওয়া হয়েছে বলেও বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত দিয়েছে।

আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ডি-চক পরিদর্শন ও নিহত পুলিশ সদস্য মুবাশার বিলালের জানাজা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, সরকার পিটিআইকে রাজধানীর স্পর্শকাতর স্থানে প্রবেশের পরিবর্তে সাংজানিতে তাদের অবস্থান কর্মসূচির বিকল্প প্রস্তাব দিয়েছে।

নকভি বলেন, পিটিআই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে নিজেদের এজেন্ডাকে এগিয়ে নিতে চেয়েছিল কিন্তু কর্তৃপক্ষ তাদের সুযোগ দেবে না। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের গুলির জবাবে পুলিশ গুলি চালালে তারা পাথরগড় অতিক্রম করতেও পারবে না। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংযম প্রদর্শন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আবার বলছি, বেলারুশের প্রেসিডেন্ট ইসলামাবাদে রয়েছেন, তাই রেড লাইন অতিক্রম করবেন না। অন্যথায়, আমরা চরম পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

Leave a Reply

scroll to top