উত্তাল ধানমন্ডি ৩২

New-Project-44-1.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারপরে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়ে। এরপর থেকেই শুরু হয় ভাঙচুর।

বিক্ষুব্ধকারী বলেন, এটা আওয়ামী লীগ ও তাদের দোসরদের তীর্থস্থান। যতদিন এই তীর্থস্থান থাকবে ততদিন তারা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করবে। এই তীর্থস্থানকে কোনোভাবেই রাখা যাবে না।

ঘটনাস্থলে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। অনেকেই দিচ্ছে স্লোগান। পুরো ভবনটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে। দ্বিতীয় তলার একাংশে দেয়া হয়েছে আগুন। যদিও গত ৫ আগস্ট একদফা ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেয়া হয়েছিল।

রাত ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সন্ধা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়।

একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে। করে অগ্নিসংযোগ।

এদিকে বিকেল থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচিকে সমর্থন দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন। কেউ লিখেছেন, ‘থাকবে না- ফ্যাসিবাদের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না’। এছাড়া বুলডোজার মিছিলের একটি পোস্টারে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

এমন পরিস্থিতিতে বুধবার সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, ‘রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’। জুলাই আন্দোলনের অন্যতম  সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে লেখেন – ‘উৎসব হোক!’

Leave a Reply

scroll to top