উত্তারায় সাবেক অতিরিক্ত সচিবের বাসায় মিলল ১১ আইফোনসহ কোটি টাকা

New-Project-17.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করে কোটি টাকাসহ ও ১১টি আইফোন উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ নভেম্বর) রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম।

Leave a Reply

scroll to top