ছিনতাইকারী সন্দেহে রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দুজনকে পিটিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই সুমন।
তিনি জানান, মো. নাজিম ও মো. বকুল নামের এই দুজনকে দ্রুতই ঢাকা মেডিক্যালে নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।