উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

New-Project-16-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের ৩ জনকে গু লি করে হ ত্যা করেছে স ন্ত্রা সীরা। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।

ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। নিহতরা হলেন- ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও শিশু কন্যা আসমা (১৩)।

জানা গেছে, ভোরে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একদল সশ স্ত্র স ন্ত্রা সী বাড়িতে প্রবেশ করে। এসময় কান্না করে ঘুম থেকে উঠে যায় শিশু আসমা। কান্না থামাতে প্রথমে আসমাকে গু লি করে সন্ত্রাসীরা। পরে আসমার বাবা আহম্মদ হোসেন ও ভাই সৈয়দুল আমিনকে গু লি করে পালিয়ে যায় তারা। বাবা ও ভাই ঘটনাস্থলে মারা গেলেও গুরুতর আহত অবস্থায় আসমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

Leave a Reply

scroll to top