ঈদ র‍্যালি করবে ঢাবি, স্বাগত জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

New-Project-2025-03-28T190455.523.jpg
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঈদ র‍্যালি বের করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

র‍্যালিতে নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান । সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর র‍্যালি শুরু হবে। র‍্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র‍্যালিতে অংশগ্রহণ করবেন।

ঈদ র‍্যালির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদ র‍্যালির বিষয়ে অনুভূতি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মেহেবুব হাসান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদ উপলক্ষে ঈদ র‍্যালির আয়োজন করেছে এটা নিঃসন্দেহে একটি প্রশংসা জনক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী একসাথে ঈদের দিনে মিলন মেলার এই যে সুযোগ এটা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো দেখেনি। এই প্রথম উদ্যোগ নেয়াই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশংসার দাবিদার এবং সেই সাথে সাথে আমরা অতীতের সময় গুলোতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্মবর্ণ ভিন্ন মত সকল কিছুসকল কিছুর উর্ধ্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সত্ত্বাকে গুরুত্ব দিতে শিখেছি, এবং সবাই একসাথে চলতে শিখেছি আমার মনে হয় এই জিনিসটি সামনের দিনে এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মেলবন্ধন বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এদিকে ঢাবি প্রশাসন কর্তৃক এই ঈদ র‍্যালি আয়োজনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার পোস্টে তিনি বলেন “এই উদ্যোগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আমাদের ঈদ হোক উৎসব মুখর। কারো ঈদ বোরিং না হোক।”

প্রসঙ্গত, ইতিমধ্যে এবছর সরকারি পৃষ্ঠপোষকতায় সুলতানী আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকাতে ঈদ আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Leave a Reply

scroll to top