পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ১নং চরবলেশ্বর ওয়ার্ডে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১মার্চ) দুপুর ১টায় স্ত্রীকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হন।
ঘটনা সূত্রে জানা যায়,উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ১নং ঢেপসাবুনিয়া ওয়ার্ডের রাসেল মোল্লার বড় ছেলে মহিউদ্দিন তুহিন ঈদ উপলক্ষে সোমবার দুপুরে চন্ডিপুরের চরবলেশ্বরে স্ত্রীকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বের হন। ১নং চরবলেশ্বর ওয়ার্ডের ফকির বাড়ি সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের পাশে পাকা রাস্তায় পৌছাইলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টের সাথে গিয়ে পরে স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।
রাস্তায় চলাচলরত লোকজন তাদেরকে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী মিম আক্তার (১৯) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আসলে হাসপাতালে পৌঁছনের পূর্বেই (স্বামী) মহিউদ্দিন তুহিনের মৃত্যু হয় এবং তার স্ত্রী মিম আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জিয়ানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান,চন্ডিপুরের চর বলেশ্বরে মোটরসাইকেলে স্বামী স্ত্রীর দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে আসলে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।