ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

New-Project-2025-03-27T175004.965.jpg
নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে পরিবার নিয়ে যশোর থেকে বগুড়ায় গ্রামের বাড়ি ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও প্রাইভেটকার চালক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বনপাড়া–পাবনা মহাসড়কে উপজেলার গোধরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়া সদর এলাকার কৈপাড়া আবুল কশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের শিশু মেয়ে সামাইরা খাতুন। আহতরা নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেটকারচালক।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন গণমাধ্যমকে  তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারটির যশোর থেকে বগুড়া যাওয়ার পথে লালপুরের কদিমচিলান গোধড়া গ্রামে জাহিদ অটোরাইচ মিলের কাছে পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাবলা গাছের সঙ্গে ধাক্কা দিলে প্রাইভেটকারটির দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আহত প্রাইভেটকারের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত শাকিল ঈদের ছুটিতে ভাড়া করা একটি প্রাইভেটকার নিয়ে তার কর্মস্থল যশোর থেকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে গ্রামের বাড়ি বগুড়া সদর থানার কৈপাড়া গ্রামে ফিরছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

scroll to top