ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত

New-Project-73.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ইরানের রাজধানী তেহরান ও এর আশেপাশের শহরে ইসরায়েলের হামলায় দুজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানের নিরাপত্তা রক্ষা, দেশের জনগণের ক্ষতি রোধ করতে গিয়ে দুইজন শহীদ হয়েছেন। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলে আক্রমণ ব্যর্থ করে দিয়েছে।

এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান—এ তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

Leave a Reply

scroll to top