রবিবার থেকে ২২ দিন নিষেধাজ্ঞার পর ইলিশ ধরতে নদী-সাগরে নামছেন জেলেরা। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর নদী-সাগরে সকল ধরণের মাছধরা বন্ধ ছিল।
জেলারা জানান, শেষ সময়ে সাগরে নামার সকল প্রস্তুতি নিচ্ছেন তারা। ইলিশের সন্ধানে সাগরযাত্রায় প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের মৎস্যজীবীরা।