ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই: পেন্টাগন

New-Project-63.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে শনিবার ভোরে ইরানে ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় রাজধানী তেহরান ও কারাজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়েছে এমনটা আশঙ্কা করছেন অনেকেই।

তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।

ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব। তবে ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

সংবাদমাধ্যম বিবিসিকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে ওয়াশিংটনকে এই হামলা সম্পর্কে আগেই জানানো হয়েছিল।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ও পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

Leave a Reply

scroll to top