ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা রীতিমতো যুদ্ধ জয়ের মতো। যার উদাহরণ নিউজিল্যান্ড সিরিজ বাদে ভারতের টেস্ট সিরিজগুলো দেখলেই বুঝা যায়। নিউজিল্যান্ড সিরিজ বাদে কেন? কারণ এই নিউজিল্যান্ডের কাছেই কুপোকাত হয়েছে ভারত। তাও আবার ইতিহাস গড়ে। ২৪ বছর পর নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত। ৩ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়াকে প্রথম হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
ওয়াংখেড়েতে ভারতের যে ভরাডুবি হবে সেটা তৃতীয় দিনেই অনেকটা আন্দাজ করা গিয়েছিল। তবে ভারতও যে দমে যাওয়ার পাত্র না তার প্রমাণ দিয়েছেন ঋষভ পান্ত। নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। রবিবার ম্যাচের চতুর্থ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ভারত। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১ বলে ১১)। এরপর ১৬ রান যোগ করতেই ৫ টপঅর্ডারকে হারায় ভারত।
রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (৪ বলে ১), বিরাট কোহলি (৭ বলে ১) যশস্বি জয়সওয়াল (১৬ বলে ৫) ও সরফরাজ খান (২ বলে ১)। বাকিদের আসা-যাওয়ার মধ্যে হাল ধরেছিলেন পান্ত। তখনও কোন দলের পাল্লা ভারী হবে তা নিয়েই জল্পনা কল্পনা চলছিল। ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই নিউজিল্যান্ড করতে পারবে কি না, এই প্রশ্নের জবাব শুধু পন্তের কাছেই ছিল। ১১ জন বনাম ১ জনের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। ৫৭ বলে ৬৪ রান করে সাজঘরে ফিরেছেন পান্ত। আর তাতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে শেষ হয়ে যায় ভারতের জয়ের স্বপ্ন।
তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ২৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২১ রানে অলআউট করে দিয়েছে তারা। প্রথম ইনিংসে তাদের ২৩৫ রানের পর ভারত ২৬৩ রান করে। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর কিউইরা পুনেতে ১১৩ রানে জিতেছিল।
এর আগে ভারতের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে মাত্র ৬টি দেশ (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ)। হোয়াইটওয়াশ করার সৌভাগ্য হয়েছে কেবল দক্ষিণ আফ্রিকার।