ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় জুবায়েরপন্থীদের হত্যা মামলা দায়ের

New-Project-8-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রা‌তে মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার সকা‌লে টঙ্গী প‌শ্চিম থানার ওসি ইস্কান্দার হা‌বিবুর রহমান ও মাওলানা জুবায়েরের অনুসারীর মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত একটি হত্যা মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

scroll to top