ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

1731847603-b06d2ac8fde45b371ccf92c0fcf3f389.jpg
নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালে দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিজ্ঞপ্তি দেওয়া করা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থিদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমা গত কয়েক বছরের মতো ২০২৫ সালেও দুই পর্বে অনুষ্ঠিত হবে। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

টঙ্গীর তুরাগ নদের তীরে জুবায়েরপন্থিদের অধীনে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আর সাদপন্থিদের অধীনে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন।

আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

Leave a Reply

scroll to top